পাবনা থেকে মোবারক বিশ্বাসঃ পাবনা পৌরসভার রাধানগর কলেজ পাড়া মহল্লায় রহস্যজনকভাবে দুর্বত্তদের হাতে নির্মমভাবে হাসিব (৪০) নামে এক যুবক খুন হয়েছে। গতকাল সন্ধায় নিহত হাসিব এর স্বজনদের মাধ্যমে খবর পেয়ে পাবনা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহতের ভাই রিয়াজুল হোসেন হিরোক জানায়, শুক্রবার রাত ১২টায় একজন লোককে সাথে নিয়ে হাসিব আদর্শ বাািলকা স্কুলের সামনে থেকে মশার কয়েল কিনে বাসায় প্রবেশ করে। হাসিব রাতে ঐ মেহমানকে সাথে নিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠতে দেরি করাই বিকালে পরিবারের সদস্যরা নিহতের শয়ন কক্ষ ২য় তলায় দরজা ধাক্কা দেয়। এ সময় দরজা বাহির থেকে তালা লাগানো ছিল। স্বজনরা দরজার ফাঁক দিয়ে হাসিবের দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। নিহত হাসিবের পরিবারের সদস্যরা এ সময় দরজা খুলে শরীরে বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত ও গলায় কাপর দিয়ে পেচানো দেখতে পায়। পুলিশ সুরতহাল রির্পোট করার সময় তার শরীরে ৩ জায়গায় ধারালো অস্ত্রের আঘাত ছিল এবং নাভির উপরে আঘাতের ফলে ভুড়ি বের হয়ে গিয়েছিল। গলায় ফতুয়ার কাপর দিয়ে ফাঁস দেওয়া ও লিঙ্গ অর্ধেক কাটা ছিল। লাশের ময়নাতদন্তের জন্য পুলিশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন । রবিবার ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে নিহতের লাশ হস্তান্তর করবে পুলিশ। এডিশনাল পুলিশ সুপার শামীম আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নুরে আলম জানান, বিকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। নিহত হাসিব তাবলীগ জামাতের সদস্য ছিলেন। বেশীরভাগ সময় তিনি তাবলীগ জামাতে থাকতেন। হত্যার কারণ জানা যায়নি, ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। এ হত্যাকান্ডে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। নিহত ব্যাক্তি কলেজ পাড়া মহল্লার মৃত নুরুল হোসেনের ছেলে রাকিবুন হাসান টিপু ওরফে হাসিব(৪০)। নিহত হাসিব অবিবাহিত ছিলেন।
Discussion about this post