ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা ঃ রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তারিকুল ইসলাম(১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার আরিজপুর গ্রামের চাঁন মিয়ার একমাত্র পুত্র এবং উপজেলা সদরের হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। গতকাল সোমবার দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের জামতলায়(কলার হাটে) ওই মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। প্রত্যদর্শী সুত্রে জানা যায়, নিহত তারিকুল প্রতিদিনের মতো স্কুল থেকে বাড়ী ফেরার পথে বর্ণিতস্থানে পৌঁছলে রংপুরগামী দ্রুত গতির একটি নৈশকোচ পিছন থেকে তারিকুলকে ধাক্কা দিলে দুর্ঘটনাস্থলেই সে মৃত্যু বরণ করে। উল্লেখ্য, মহাসড়কের উপর কলার হাট বসায় ওই স্থানে প্রায় গাড়ী চাপায় প্রাণ হারাচ্ছে অনেকেই।
সুন্দরগঞ্জে বাল্য বিয়ে রেজিস্ট্রির অপরাধে কাজীর নিকাহ ভলিউম বহি আটক
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাল্য বিয়ে রেজিস্ট্রির অপরাধে কাজীর নিকাহ রেজিস্টার ভলিউম বহি গতকাল সোমাবার আটক করেছেন ইউএনও আহসান হাবিব।জানা গেছে, গত ১৭ জুন গভীর রাতে মহিষ বান্ধী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী বেলকা নবাবগঞ্জ গ্রামের আবু সাঈদ মিয়ার কন্যা আফরোজা খাতুনের নিকাহ রেজিস্ট্রি করেন কাজী আবু রায়হান তারা। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক আশরাফুজ্জামান ইউএনও বরাবর অভিযোগ দায়ের করলে ইউএনও আহসান হাবিব গতকাল সোমবার কাজীকে নিকাহ রেজিঃ ভলিউম বহিসহ অফিসে তলব করেন। কাজী ইউএনও’র নিদের্শমত অফিসে হাজির হলে তার নিকট থেকে নিকাহ রেজিঃ ভলিউম বহি আটক করেন এবং কনের পিতা-মাতাকে হাজির করার জন্য কাজীকে নিদের্শ দেন। এব্যাপারে কাজীর সাথে যোগযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এ নিয়ে ইউএনও’র সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
Discussion about this post