গোলাম রহমান পটুয়াখালী প্রতিনিধিঃ পুলিশের দফায় দফায় বাঁধাকে উপেক্ষা করে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। তত্ত্ববধায়ক সরকারের পূর্ন:বহালের দাবীতে গত ১২ মার্চ ‘ঢাকা চলো কর্মসূচীতে’ আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের বাঁধা, গণগ্রেফতারসহ পথে পথে হয়রানীর প্রতিবাদে দেশ ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপি এ কর্মসূচী পালন করে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ছাত্রদল,যুবদল,শ্রমিকদল,স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের খন্ড খন্ড মিছিলে তিতাস সিনেমার গোটা এলাকায় নেতা-কর্মিতে পরিপূর্ন হয়ে যায়। এরপর সাড়ে ১০টায় তিতাস সিনেমা মোড় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শেরেবাংলা গার্লস স্কুল সড়ক অতিক্রম কালে একদল পুলিশের বাঁধার মুখে পড়ে। এ সময় পুলিশের সাথে ব্যাপক ধ্বস্তাধস্তি ও বাক-বিতন্ডার এক পর্যায়ে মিছিলের বড় অংশ পুলিশের বাঁধা অতিক্রম করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শেরে বাংলা সড়কস্থ বটতলা চত্বরে বিক্ষোভ এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এম.এ. রব মিয়া, জেলা বিএনপির সিনিয়র নেতা শাহাদৎ হোসেন মৃধা, বিএনপি নেতা মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্না, জেলা শ্রমিক দলের সভাপতি হারুন অর রশিদ মনু ও বিএনপি নেতা মিজানুর রহমান মিজান। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
Discussion about this post