সুনামগঞ্জ : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ৬ বছর জেলে ছিলাম। তত্ত্বাবধায়ক সরকার আমার প্রতি অনেক জুলুম করেছে, অবিচার করেছে। আমি তাদের মনে প্রাণে ঘৃণা করি। কিন্তু দেশের প্রতিটি মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায়। আমিও দেশের মানুষের প্রতি সমর্থন জানিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাই। কারণ এ সরকারের মাধ্যমে যদি দেশে শান্তি ফিরে আসে। মঙ্গলবার রাত ৯টার দিকে বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের ‘ভিউজ আনকাট’ বইয়ের প্রকাশনা উৎসব পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরশাদ আরও বলেন, আমি পরিবর্তনের জন্য এসেছি। আমার জীবনের সব চাওয়া-পাওয়া হয়ে গেছে। আমি খেটে খাওয়া-গরীব মানুষের জন্য, অনাহারক্লিষ্ট মানুষগুলোর জন্য কিছু করে যেতে চাই। তাদের বুকে আমার নাম লিখে যেতে চাই। স্থানীয় শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবীণ আইনজীবী-লেখক আবু আলী সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার, ডাকসু’র সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, অ্যাডভোকেট ফজলুর রহমান, সিলেট জাপা নেতা বাবরুল হোসেন বাবুল, নূরুল ফজল বুলবুল বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, পীর হাবিবুর রহমান, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জহুর আলী প্রমুখ। এর আগে বিকেলে সুনামগঞ্জ সার্কিট হাউসে কমীসভায় একক নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
Discussion about this post