শুক্রবার ১৭ ফেব্রুয়ারী রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলের অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠানে এ দাবি জানান। সে সময় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ প্রবাসীরা বাংলাদেশে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন। সংগঠনের সভাপতি শায়খ আবদুল্লাহ আল হারুনের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি গোলাম সারোয়ার সিরাজীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন দলীয় উপদেষ্টা আইপিসির দায়ি শায়খ হাফেজ আইউব, মাওলানা আবদুল কাদের,ইসলামী ঐক্য সংস্থা কুয়েতের সভাপতি শায়খ এমদাদুল্লাহ বেলালী, মাওলানা আবদুল মমিন, মাওলানা ইসমাইল এবং সেক্রেটারি শায়খ আবদুর রহমান জামি। নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কুয়েতের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন খোকন, প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক, খেলাফত মজলিস কুয়েত শাখার সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস কুয়েত শাখার সহসভাপতি হাফেজ জোবায়ের, খেলাফত আন্দোলন কুয়েত শাখার সহসভাপতি আলী আহমদ, মাওলানা আবু ওমর ফজলুল করীম প্রমুখ । স্বাগত বক্তব্য রাখেন সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক এবং নবনির্বাচিত সহসভাপতি মাওলানা সৈয়দ জামাল উদ্দীন পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ শাহাদাত এবং সাঈদ বিন হারুন। সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসীরা সবচে বেশী অবধান রাখছে । বক্তারা বলেন পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে প্রবাসী মর্যাদা পাবে। প্রবাসী শ্রমিকদেরকে গোল্ডেল সিটিজেন কার্ড প্রদান করা হবে । সভা শেষে উপদেষ্টা শায়খ গোলাম রহমান দেশ ও জাতির কল্যাণ এবং সিরিয়া- তুরুস্কে ভুমিকম্পে নিহতদের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
Discussion about this post