প্রবাসী কবিদের যৌথ কাব্য গ্রন্থ “স্বপ্নের সাতকাহন” এর মোড়ক উম্মোচন ও গুনিজন সম্মাননার আয়োজন করে আন্তর্জাতিক প্রবাসী কবি পরিষদ কুয়েত। কুয়েত সিটি টাওয়ার হোটেলে অনুষ্ঠানের কাব্য গ্রন্থের সম্পাদক নাসরিন আক্তার মৌসুমী এর সভাপতিত্বে গ্রন্থটির মোড়ক উম্মোচন ও গুনিজনদের সম্মাননা প্রদান করেন বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, ও ডাঃ মনিরুজ্জামান। বীর মুক্তিযোদ্ধা মোয়াজ উদ্দিন আহমেদ, সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, চিত্র শিল্পী জহুরুল কাইয়ুম বাহার সহ বেশ কিছু প্রবাসীকে বিভিন্ন বিষয়ে সফলতার জন্য গুনি সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে কবি, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী এবং কমিউনিটির বিশিষ্ট জন উপস্থিত ছিলেন। এই অনারম্বর অনুষ্ঠানের মধ্যে ছিলো জাতীয় সংগীত, কেক কাটা, কবিতা আবৃতি, নৃত্যানুষ্ঠান। অতিথিরা বলেন ভবিষতেও এ ধারা অব্যাহত রেখে পথ চলতে পারলে সুখী সমৃদ্ধি ও সুন্দর মানুষিকতা বিকাশে উৎসাহ যোগাবে এই সুদুর প্রবাসে।
Discussion about this post