কুয়েতে প্রবাসী বাংলাদেশি আগমনের শুরু থেকে যারা বাংলা সাহিত্য চর্চা এবং তা প্রতিষ্ঠা করতে বিশেষ অবদান রেখেছেন সে সব প্রবীণ সাহিত্য প্রেমি প্রবাসী হাতে গনা কয়েকজন ব্যতীত সবাই প্রবাসী জীবনের ইতি টেনে চলে গেছেন নিজ দেশে। কেউ বা পরপারে।
কুয়েত প্রবাসী স্বনামধন্য কবি ওমর ফারুক জীবন প্রবাসী জীবনের ইতি টেনে ফিরে যাচ্ছেন মাতৃভূমিতে। এই কবিকে বিদায়ী শুভেচ্ছা জানাতে যৌথ উদ্যোগে এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করে কুয়েত প্রবাসী বাংলাদেশী কবিদের সংগঠন বাংলাদেশ লেখক ফোরাম, বাংলাদেশ সাহিত্য অঙ্গন ও প্রবাসী কবিতা পরিষদ কুয়েত।সাহিত্য অঙ্গন এর সভাপতি রফিকুল ইসলাম ভুলু’র সভাপতিত্বে কবি আল আমিন চৌধুরী স্বপন এর আয়োজনে ও সৈয়দ মোজাহিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশষ্টি সংগঠক শোয়েব আহম্মেদ। সে সময় বিদায়ী কবি ওমর ফারুক জীবন এর প্রবাস জীবনের কর্মধারার উপর আলোচনা ও কবিতা আবৃত্তি করেন কবি সেলিম রেজা, সংগঠক আখতারুজ্জামান, সফিকুল ইসলাম, সাংবাদিক মঈন সুমন, আ.হ.জুবেদ, কবি আজাদ নুর, ইমরান সিকদার, এম এ মিঠু প্রমুখ।
স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার কুয়েত সিটির মালিয়ায় ছোট পরিসরে এই বিদায়ী শুভেচ্ছার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
Discussion about this post