ব্রাহ্মণবাড়িয়া – কসবা থেকেঃ শিক্ষা জীবনের শুরুতেই সাফল্যের সিঁিড় ধরতে পেরেছে কসবার প্রবাসী সাংবাদিকের কন্যা সুমাইয়া সরকার। দেশের প্রথম সর্ববৃহৎ মেধা যাচাই প্রতিযোগিতা পিএসসিতে অংশ নিয়ে সুমাইয়া সরকার গোল্ডেন এ প্লাস অর্জন করেছে। সে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, কুয়েত শাখার সভাপতি ও একুশে টিভি কুয়েত প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমনে’র প্রথম কন্যা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মুসলেম উদ্দিন সরকার এর নাতনী। ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবা থানার ঐতিহ্যবাহী সিডিসি কিন্ডার গার্ডেন থেকে পিএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করে। সে পিতা মাতা, শিক্ষক শিক্ষিকা সহ সকলের দোয়া প্রার্থী।
এবছর ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ৫৮ হাজার ৯শত ৫৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ এর মধ্যে করে ৩ হাজার ৫শত ৭৮জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। কসবা উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৩২৯ জন শিক্ষার্থী। জিপিএ-৫-প্রাপ্তদের মধ্যে ১৪৬ জন বালক এবং ১৮৩ জন বালিকা।
Discussion about this post