মোঃ জহিরুল হকঃ গাজীপুর সিটি কর্পোরেশনের তিন সড়ক এলাকায় বিক্ষোভ করেছেন স্টাইল ক্রাফট লিমিটেট’ পোশাক কারখানার শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত সেপ্টেম্বর ও অক্টোবরে ৬৫ শতাংশ বেতন দেওয়া হয়েছে। নভেম্বরের বেতন দেওয়ার একাধিক তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। শ্রমিকদের অভিযোগ- আজ বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর, বেতন দেওয়ার কথা ছিল। লাঞ্চ আওয়ারে পর শ্রমিকরা বিষয়টি জানতে পারেন আজও বেতন হচ্ছেনা। প্রাথমিক অবস্থায় বিয়টি নিয়ে শ্রমিকরা অ্যাকাউন্ট বিভাগে কথা বলে নিশ্চিত হওয়ার পর বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকরা কারখানার সামনের সড়কে অবস্থান নেয়। এর সঙ্গে অন্য দাবির মধ্যে রয়েছে মাতৃত্বকালীন ছুটি ভাতা ও ওভারটাইম। প্রায় ৬ ঘণ্টা যাবৎ সড়ক অবরোধের কারণে রাস্তার উভয় দিকে যানবাহন আটকে দীর্ঘ জানজটের সৃষ্টি হয়। গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিন্নাত আলী জিন্নাহ জানান, মাতৃত্বকালীন ছুটি ভাতা, ওভারটাইম ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে কারখানার কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনায় বেতন পরিশোধের আশ্বাস দিলে রাত সোয়া ৯টার দিকে শ্রমিকরা কর্মসূচি তুলে নেন।
Discussion about this post