নজরুল ইসলাম মিন্টু, বগুড়া : সোমবার দিবাগত রাতে আদমদীঘির দেলুঞ্জ গ্রামে একই রাতে দুই সহোদর ভাইয়ের বাসায় দূধর্ষ ডাকতি সংঘটিত হয়েছে। ১৮/২০ জনের ডাকাতদল দুই বাসায় প্রবেশ করে মারপিট ও হাত মুখ বেঁধে ঘরে জিম্মি করে নগদ এক লাখ ৩০ হাজার টাকা ২৪ ভরি ওজনের স্বর্ণালংকার মোবাইল ফোন সেট ও বন্দুকের ১৩ কার্তুজ টর্চ লাইট সহ প্রায় ১৫ লাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করে বলেন জরুরী ভাবে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলে তিগ্রস্থ্যরা জানান। জানাযায়, গত সোমবার দিবাগত রাত ১ টার দিকে দেশীয় অস্ত্রধারী ১৮/২০ জনের একদল ডাকাত আদমদীঘির নশরতপুর ইউনিয়নের দেলুঞ্জ গ্রামের ব্যবসায়ী আজমল হুদা তালুকদার বাবু ও তার সহোদর ভাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক তাজমিলুর রহমান তালুকদার মিলুর বাসার প্রাচীর টপকিয়ে প্রবেশ করে প্রথমে বাবুর ঘরে ঢুকে তাকে মারপিট ও হাত চোখ বেঁধে ষ্ট্রিলের আলমারী ও অন্যান্য আসবাব পত্র ভাংচুর ও তছনছ করে নগদ ৬০ হাজার টাকা. ১৪ ভরি ওজনের স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন কাসার বাসন ও মূল্যবান কাপড় চোপড় লুট করে। একই সময় পাশে ছোট ভাই মিলুর বাসায় একই কায়দায় তার হাত মুখ বেঁধে মারপিট করে আসবাব পত্র ভাংচুর তছনছ করে নগদ ৭০ হাজার টাকা. ১০ ভরি ওজনের স্বর্ণালংকার দু’টি মোবাইল ফোন সেট বন্দুকের ১৩ কার্তুজ. বাসন কাপড় চোপড় লুট করে। প্রায় ৪৫ মিনিট ডাকাতদল দুই বাসায় তান্ডব চালিয়ে লোকজনদের শয়ন ঘরে জিম্মি করে পালিয়ে যায়।
Discussion about this post