নজরুল ইসলাম মিন্টু বগুড়া জেলা প্রতিনিধি ঃ বগুড়ার সান্তাহার বশিপুর এলাকায় বিদ্যুৎ বিকল হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমার প্রতিস্থাপন করতে বিলম্ব করার অভিযোগে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে হামলা চালিয়ে ভাংচুর করেছে ওই গ্রামে প্রায় শতাধিক বিক্ষুদ্ধ বিদ্যুৎ গ্রাহক। ৫ দিন ধরে বিদ্যুৎ বিহীন থাকায় এই হামলার ঘটনা ঘটে বলে দাবী করেছেন ওই গ্রামের বাসিন্দা নূরুল ইসলাম বেলাল। হামলাকারীরা মঙ্গলবার বেলা সোয়া ১২ টার দিকে লাঠি-সোটা ও ইটপাটকেল নিয়ে চড়াও হয়। এসময় বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা প্রহরী বেলায়েত হোসেন এবং উপ-সহকারী প্রকৌশলী শাহ আলম আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা ভীত-সন্ত্রস্থ হয়ে পড়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করার দাবী জানিয়েছে। তাদের দাবী মানা না হলে কঠোর কর্মসুচী দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এদিকে, উদ্ভুত ঘটনা নিয়ে দুপুরে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলীর অফিস কক্ষে, সান্তাহার পৌর সভার মেয়র তোফাজ্জল হোসেন ভূট্টু, ওই এলাকার কাউন্সিলর মজিবর রহমান সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং বিদ্যুৎ শ্রমিকলীগ, বিদ্যুৎ শ্রমিক দল এবং বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বৈঠকে বসলেও এ রিপোর্ট পাঠানো সময় পর্যন্ত বৈঠকের ফলাফল সম্পর্কে কিছু জানা যায়নি।
Discussion about this post