নজরুল ইসলাম মিন্টু বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া সোনাতলায় এক পাষন্ড বাবা কর্তৃক তার ২বছর বয়সি তামান্না খাতুনকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার ছাতিয়ানতলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসির সুত্রে জানা গেছে, উক্ত গ্রামের মহির উদ্দিন (মধু) বেপারীর পুত্র মাংস ব্যবসায়ী তারাজুল ইসলাম দুটি বিয়ে করে। এতে তার সংসারে দিন ও রাতে দুই স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই ছিল। গত বৃহস্পতিবার রাতে তারাজুলের বড় স্ত্রী তুলি বেগমের সন্তান ভাত খেতে চায়। এ সময় ছোট স্ত্রী লেবু বেগম ভাত খেতে না দিয়ে গালমন্দ করে। এ নিয়ে দুই স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলতে থাকে। তারাজুল তার ব্যবসার কাজ শেষে রাত আনুমানিক ১২ টায় বাড়িতে আসে। এ সময় বড় স্ত্রী’র বিরুদ্ধে ছোট স্ত্রী লেবু বেগম নানা কথা বলে তারাজুলকে ক্ষেপিয়ে তোলে। একপর্যায় তারাজুল ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বড় স্ত্রী তুলি বেগমকে মারপিট করতে থাকে। এ সময় তুলি বেগম আত্মরক্ষায় বিছানায় ঘুমান্ত শিশু তামান্ন্ াখতুনকে কোলে তুলে নেয়। এরপরেও পাষন্ড তারাজুল সন্তানসহ তুলিকে পেটাতে থাকে। একপর্যায় লাঠির আঘাতটি তামান্নার মাথায় লাগে। তামান্না খাতুন ঘটনার স্থানেই মারা যায়। পুলিশ গতকাল বৃস্পতিবার সকালে তামান্নার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
Discussion about this post