বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়নের খোলাশ গ্রামের নামাপাতার এলাকার ইরিবোরো খেতের আইলের ওপর থেকে শুক্রবার দুপুরে এক অজ্ঞাতনামা ব্যক্তির(৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা লাশের পরনে ছিল চেক শার্ট এবং নীল রঙের লুঙ্গি। এঘটনার পর সহকারি পুলিশ সুপার(বি সার্কেল) আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানা সূত্রে জানা যায়, উপজেলার ধাপসুলতানগঞ্জ হাট-খোলাশ রাস্তার একশ গজ পূর্ব দিকে নামাপাতার নামক খেতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পুলিশকে খবর দিলে দুপুরে পুলিশ ওই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পুলিশের প্রাথমিক ধারনা অজ্ঞাত ব্যক্তিটি অতিরিক্ত নেশা করার কারণে তাঁর মৃত্যু হতে পারে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম বলেন, লাশটির কোনো পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হবে।
Discussion about this post