নজরুল ইসলাম মিন্টু বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার গোকুলে বটি দিয়ে কুপিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, নিহত যুবক রায়হান আলী (২৩) বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের গোকুল উত্তরপাড়ার আজিজুল হক মন্ডলের ছেলে। বৃহস্পতিবার রাতে নিজ গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মুহাঃ আতিয়ার রহমান জানান, পূর্ব শত্র“তার জের ধরে গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে নিজ বাড়ীর পাশে রায়হান আলীকে বটি দিয়ে গলায় কোপ দিলে গুরুতর আহত হন রায়হান। এসময় স্থানীয় জনগন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার সকালে একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ও মামলার আসামী বজলুর রহমান (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। নিহতের পিতা আজিজুল হক মন্ডল বাদী হয়ে ৭ জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
Discussion about this post