বগুড়া জেলা প্রতিনিধি ঃ বগুড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী এনামুল হক কুন্তল (৩২) ও সৈনিক পরিচয় দানকারী আকিব হাসান মোমিনকে (২৮) আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার সাংবাদিকদের সামনে তাদের হাজির করা হয়। রোববার দুপুরে শহরের শেখ শরিফ উদ্দিন সুপার মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে সাংবাদিকদের জানানো হয়। ভুয়া মেজর কুন্তল বগুড়ার মালতীনগর এলাকার একেএম হামিদুল হকের পুত্র এবং আকিব হাসান মোমিন (২৮) সোনাতলা উপজেলার উত্তর চরপাড়া এলাকার আব্দুল জলিলের পুত্র।
গোয়েন্দা পরিদর্শক মিজানুর রহমান জানান, তাদের কাছে সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র এবং একটি ভ্রমণ ব্যাগসহ ১০ ব্যক্তির পাসপোর্ট ও ছবি পাওয়া গেছে। এদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে আদালতে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে। উল্লেখ, কুন্তল ও মোমিন বগুড়া শহরের বিভিন্ন এলাকায় মেজর ও সৈনিক পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন।
Discussion about this post