বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ ফোর্স বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার উপজেলার আলিয়ারহাট এলাকায় ঘোরাফেরা করার সময় মটর সাইকেল আরোহিদের দেহ তল্লাশি করে বগুড়ার ৩জন সন্ত্রাসীকে পাকিস্তানের তৈরী টু-টু বোর রিভালবার, ২ রাউন্ড গুলি ও একটি ধারালো চাকু ও তাদের মটর সাইকেলসহ আটক করে। আটকৃতরা হলেন, বগুড়া মালগ্রাম দক্ষিণপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে রকিব আহ্েম্মদ (২৭), কাংকাইর ভাটাহার দুপচাচিয়া বর্তমানে মালগ্রাম দক্ষিণপাড়া গ্রামের মৃত: আশরাফ আলীর ছেলে শাকিল আহম্মেদ কল্যান (২২) ও খানদার মালগ্রাম গ্রামের মন্টু মিয়ার ছেলে আব্দুল মোমিন (২৩) বলে জানা গেছে। উল্লেখ্য আলিয়ারহাট এলাকার কিছু সচেতন ব্যক্তি জানান যে,এই এলাকায় প্রতিদিন অচেনা এক শ্রেণীর যৃুবক ফেন্সিডিল ক্রয় বিক্রয় সহ বিভিন্ন অপরাধে লিপ্ত থাকে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বগুড়া শহরের ৩জন সন্ত্রাসী আলিয়ারহাট এলাকা থেকে মটর সাইকেল নিয়ে আসার পথে তাদের গতিবিদি সন্দেহ হলে তাদের কে আটক করে থানায় নিয়ে আসা হয়। তিনি আরো জানান, তারা ছিনতাই, চাঁদাবাজি, ফেন্সিডিল সহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত আছে। তাছাড়া এই সব অপরাধিরা কি কারণে রিভালবার নিয়ে এসেছিল তা তদন্ত করে মূল ঘটনা উৎঘটনের চেষ্টা চলছে।
Discussion about this post