বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা ইব্রাহীমকে পিস্তলসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার মধ্যরাতে বগুড়া শহরের রেলওয়ে এলাকা থেকে তাকে আটক করা হয়। ইব্রাহীম বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর। র্যাব-১২ বগুড়া বিশেষ কোম্পানির সিনিয়র এএসপি সুমিত চৌধুরী জানান, গত রোববার রাত সাড়ে ১০টায় ইব্রাহিম হোসেন ওরফে ই্ব্রাহিম পাগলাকে বগুড়া রেল কলোনী আমবাগান থেকে আটক করা হয়। এরপর সোমবার ভোর ছয়টার দিকে তাকে সঙ্গে নিয়ে তার সেউজগাড়ীস্থ বাসার পাশ থেকে একটি স্বয়ংক্রিয় পিস্তল উদ্ধার করা হয়। তার কাছে আরো অস্ত্র আছে এমন খবরে তাকে জিঙ্গাসাবাদ চলছে। ইব্রাহীমকে শহর স্বেচ্ছাসেবলীগের সভাপতি পদ থেকে সরানো হলেও তিনি এখনও আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী বলে নিশ্চিত করেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব। উল্লেখ্য, এর আগে ইব্রাহীমের বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা, সেবন ও মারপিটসহ বিভিন্ন অভিযোগ এনে গ্রেফতারের দাবিতে বহুবার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।
Discussion about this post