বগুড়া জেলা প্রতিনিধি ঃ বগুড়ায় ইসলামী ছাত্র শিবিরের মিছিল থেকে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশ জামায়াত শিবিরের ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
জানাগেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ফারুক হত্যা মামলায় জামায়াত ইসলামীর শীর্ষ নেতাদের নামে পুলিশ চার্জশীট দেয়ার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৫টার দিকে বগুড়া শহরের ইয়াকুবিয়া স্কুলের মোড় থেকে শিবিরের একটি মিছিল বের করে। পুলিশ মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিবির কর্মীদের ধাওয়া করে। এসময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেট নিক্ষেপ করতে থাকে। একপর্যায় পুলিশ লাঠি চার্জ করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং শিবির নেতাকর্মীরা বিভিন্ন গলিতে ঢুকে পালিয়ে যায়। রাত ৮টার দিকে বিপুল সংখ্যক পুলিশ শহরের নবাববাড়ি রোডে জামায়াত অফিস ঘেরাও করে। এরপর অফিসে ভিতর থেকে জামায়াত শিবিরের ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে আইয়ুব হোসেন, ফিরোজ, আজগর ক্ষালী, আব্দুর রউফ, হান্নান, শামিম, হামিদ, হাকিম, বিপ্লব ও সুলতান।
Discussion about this post