নজরুল ইসলাম মিন্টু বগুড়া জেলা প্রতিনিধি ঃ বগুড়ায় ১০ লক্ষাধিখ টাকার সরকারি বৈদ্যুতিক তার, তামার কয়েল ও মালামাল বহনকারী ট্রাকসহ (ঢাকা মেট্রো-ড-১৪-২১৬১) দুই যুবককে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বগুড়া শহরের তিন মাথা রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বগুড়া শহরের নিশিন্দারা এলাকার সিদ্দিকের পুত্র কামাল (৩৫) এবং পাবনা জেলার বেড়া উপজলার নতুন ভারাঙ্গা এলাকার হাবিবুর রহমানের পুত্র ওয়াসকুরনী বকুল (৩০)। সোমবার বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গোয়েন্দা পরিদর্শক (ওসি-ডিবি) মিজানুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বস্তার মধ্যে লুকানো অবস্থায় সরকারি বৈদ্যুতিক তার, তামার কয়েল ও মালামাল বহনকারী ট্রাকসহ কামাল ও ওয়াসকুরনীকে আটক করে। উদ্ধারকৃত মালামালের ওজন প্রায় এক হাজার ২১০ কেজি। যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষাধিক টাকা বলে তিনি জানান। এ সময় তিনি আটককৃতদের আন্তঃজেলা বৈদ্যুতিক তার চোরাকারবারী দলের সদস্য বলে দাবি করেন।
Discussion about this post