বগুড়া জেলা প্রতিনিধি ঃ গত মঙ্গলবার রাতে বগুড়ার কাহালু থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এস আই আব্দুল মালেকের নেতৃত্বে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলা নারহট্্র ইউনিয়নের দরগাহাট এলাকায় কালিয়াপুকুর নামক স্থানে বগুড়াগামী একটি পিকআপ ভ্যান গাড়ী তল্লাশি করে ১৬ বস্তা ভারতীয় জিরা সহ পিকআপ ভ্যান চালক সহ ২ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন নওগাঁ জেলা সদরের কুমাইগাড়ী গ্রামের আসাদুজ্জামানের পুত্র সেলিম (২২) ও আব্দুল রকিবের পুত্র সাকিল (২৪)। পুলিশ জানান আটক জিরার মালিক নওগাঁ জেলা সদরের চকদেব পাড়া এলাকার রোমান। পুলিশ জানান ১৬ বস্তায় ৭’শ প্যাকেট জিরা ছিল। এ ব্যাপারে কাহালু থানায় মামলা করা হয়েছে। আটক জিরার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
Discussion about this post