ঝালকাঠি প্রতিনিধি ঃ বরগুনা হোমিপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ২০১৩ প্রথম বর্ষের ডিপ্লোমা নির্বাচনী জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষা ঝালকাঠি প্রভাষকের ব্যাক্তিগত চেম্বারে গোপনে নেয়ার সময় হাতেনাতে ধরা পরেছে। বৃহস্পতিবার রাত সারে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্মমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোঃ নাজিমুল হায়দার পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে মেডিকেল কলেজের ৫টি পরীক্ষার খাতা, গাইড বই ৪ টি ও প্রশ্নপত্র জব্দ করেন। সেখানে ঝালকাঠি জেলা জজ আদালতের একজন পেশকার, অপর এক পেশকারের স্ত্রী, একজন উপসহকারী কৃষি কর্মকর্তাসহ মোট ৫ জন পরীক্ষার্থী এই পরীক্ষা দিচ্ছিল। এলাকাবাসী জানায়, অভিযানের আগেই টের পেয়ে প্রভাষক ডা. মোসাদ্দেক হোসেন খান ঘটনাস্থল থেকে সরে যাওয়ায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে ম্যাজিষ্ট্রেট পরীক্ষার্থীদের মুচলেকা নিয়ে ছেড়ে দেন। এ ঘটনায় ঝালকাঠি থানার ওসি আব্দুল মান্নান জানান, বরগুনা হোমিও প্যাথিক কলেজের ভর্তি পরিক্ষা ঝালকাঠিতে নেয়ায় প্রভাষক ও হোমওি প্যাথিক চিকিৎসক মোসাদ্দেক হোসেন খানকে আসামি করে পাবলিক পরীক্ষা আইনের ১০ ধারা ও ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এব্যাপারে প্রভাষক ডা. মোসাদ্দেক হোসেন খান বলেন, আমি বরগুনা কলেজের প্রভাষক। আমার কাছে কলেজের খাতা থাকতেই পারে। সেই খাতায় ছাত্ররা লিখলে অপরাধ কি। এবিষয়ে কলেজের অধ্যক্ষ ডা. আবুল কালাম বলেন, করেজের পরীক্ষার খাতায় প্রভাষক মোসাদ্দেক হোসেনের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেয়াটা ঠিক হয়নি
Discussion about this post