ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দুর্গারামপুর প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ কার্যক্রম বাস্তবায়নের জন্য বসুন্ধরা গ্রুপকে বিশেষ সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে পৌর শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ সম্মাননা দেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে সম্মাননা গ্রহণ করেন গ্রুপের হিসাব বিভাগের প্রধান ময়নাল হোসেন চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতবছরের নভেম্বর মাস থেকে দুর্গারামপুর প্রাথমিক বিদ্যালয়ে ‘মিডডে মিল’ কার্যক্রম পরিচালনা করে আসছে বসুন্ধরা গ্রুপ। বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৬০০ শিক্ষার্থীর মধ্যে এ কার্যক্রম চলছে। আগামী দুই বছর দুই মাস পর্যন্ত এ কার্যক্রম চলবে।
গত ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান ওই স্কুলের কার্যক্রম পরিদর্শনে যান। তখন তিনি বসুন্ধরা গ্রুপের এ কার্যক্রমে মুগ্ধ হন। ২ মার্চ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এই সম্মাননা দেওয়ার কথা জানান তিনি।
সম্মাননা গ্রহণের পর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে জেলা প্রশাসককে কৃতজ্ঞতা জানিয়ে পত্র দেওয়া হয়।
বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসন বাংলানিউজকে বলেন, ‘এই কার্যক্রম চালুর আগে শিশু শিক্ষার্থীরা বাড়ি গিয়ে খাবার খেত। তাছাড়া অনেকেই গরিব হওয়ায় দুপুরের খাবার খেতে পারতো না। কিন্তু এই কার্যক্রম চালুর পর ওই বিদ্যালয়ে উপস্থিতির হার শতভাগ’।
এমন কার্যক্রমের জন্য তিনি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান।
সম্মাননা গ্রহণের পর বসুন্ধরা গ্রুপের হিসাব বিভাগের প্রধান ময়নাল হোসেন চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘মিড ডে মিল কার্যক্রম চালুর পর ওই বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি এখন শতভাগ। যা পুরো জেলার জন্য উদাহরণ। আর এমন কাজের ফলস্বরূপ বসুন্ধরা গ্রুপকে যে সম্মননা দেওয়া হয়েছে, তার জন্য আমরা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ’।
জেলা প্রশাসক আবদুল মান্নান বাংলানিউজকে বলেন, ‘এটি বসুন্ধরা গ্রুপের একটি মহতী উদ্যোগ। আমরা এমন উদ্যোগকে সবসময়ই স্বাগত জানাই। তার ফল হিসেবেই এই সম্মাননা।’
উল্লেখ্য, এ সময় একই কার্যক্রমের জন্য লায়ন ফিরোজুর রহমান ওলিও, নাসির আহমেদ, অ্যাডভোকেট তানভীর ভূইয়াকেও জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।
Discussion about this post