বিশ্বজিত সাহা:(বাপসনিউজ/বিবিএন) বস্টন: জাপান ভিত্তিক আন্তর্জাতিক বৌদ্ধ সংগঠন রিসো কোসেই কেই এর ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ৫ই মার্চ বস্টনের ৯৯সিডনি স্ট্রীটে অনুষ্ঠিত হয় একটি বিশেষ প্রার্থনা অনুষ্ঠান ও সম্বর্ধনা সভা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কে অবস্থিত সংগঠনের যুক্তরাষ্ট্রস্থ কার্যালয়ের প্রধান ও জাতি সংঘের বিশেষ প্রতিনিধি রেভারেন্ট এটসুকু ফুজিতা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা প্রয়াত রেভারেন্ট নিককো নিউয়ানোর কনিষ্ঠ কন্যা মিসেস ইয়াসুকু নিউয়ানো ভেন্ডলী। সম্বর্ধনা সভায় রেভারেন্ট ফুজিতা বলেন, পৃথিবীতে শান্তির জন্য দরকার মানুষের প্রতি মানুষের হৃদয়ের ভালবাসা।
মানুষকে যত নামেই বিশেষায়িত করা হোক না কেন, পৃথিবীর সকল মানুষের অনুভূতি ও প্রত্যাশা এক, আর তা হলো, শান্তিতে বেঁচে থাকা। আসুন আমরা বিশ্বের প্রতিটি মানুষের শান্তির জন্য কাজ করে যাই। আমরা জাতি, ধর্ম, বর্ন, ভাষা সব কিছুর উর্ধে সকলের প্রতি কথায় ও কাজে সার্বক্ষনিক ভাবে আমাদের হৃদয়ের ভালবাসা ও অহিংসা প্রদর্শন করি। ভালবাসা ও মৈত্রীর কাছে সকল অশুভ শক্তি ও হিংস্রতা পরাজিত হবে এবং মানুষের মধ্যে জ্ঞানময় চেতনা জন্মাবে।মানুষ অন্ধ আবেগে নয়, বিবেকের তাড়নায় ধ্বংশাত্বক কাজ পরিহার করে, পৃথিবীকে সুন্দর করে রাখবে। তিনি বাংলাদেশ ও বিশ্বের সকলের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা পরিচালনা করে। মিসেস ইয়াসুকু ভেন্ডলী বাংলাদেশের সাম্প্রতিক সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং দেশের শান্তির জন্য সকলের প্রতি সংযমতা প্রদর্শনের আহ্বান জানান।উল্লেখ্য মিসেস ইয়াসুকু ভেন্ডলী বিশ্বের প্রধান প্রধান ধর্ম সমূহের প্র্তিনিধিদের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক সম্মেলন সংস্থা, রিলিজিয়্ন্স ফর পীচ (http://www.religionsforpeace.org) এর মহাসচিব ড: উইলিয়াম ভেন্ডলী’র পত্নী এবং একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার নেত্রী। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠন নেত্রী মিসেস জুডি ইয়াকিক, নমিতা বড়ুয়া, জেমস লিন্স জুনিয়র, লিলি ভেলেন্টাইন, ইসটার ওয়াল্টার, ক্রিস্টিন রডরিগুজ, লিমা বড়ুয়া। এতে সভাপতিত্ব করেন সংগঠনের পূর্বাঞ্চলীয় প্রধান সমন্বয়কারী সুহাস বড়ুয়া। নেতৃবৃন্দ বিকেলে বস্টনের ভিয়েতনাম কমিউনিটির নেতৃবৃন্দের সাথে একটি শুভেচ্ছা মূলক মতবিনিময় সভায় মিলিত হন এবং তাদের একটি কমিউনিটি প্রকল্প পরিদর্শন করেন।
Discussion about this post