নিউইর্য়কের ৫ বাংলাদেশী-আমেরিকানকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ সন্মাননা প্রদান করেন নিউইর্য়ক সিটি কাউন্সিল। এছাডা দুই কৃতি ছাত্র সহ ১১ বাংলাদেশীকে সাইটেশন প্রদান করেছে বিশ্বেব রাজধানী হিসেবে খ্যাত নিউইর্য়ক সিটি প্রশাসন। ১৮৫ দেশের অভিবাসীদের বসতি নিয়ে কম্যূনিটি এ্যাক্টিভিস্ট ও বহুভাষা ভাসী সংস্কৃতির গড়ে উঠা ঐতিহ্যবাহী “কুইন্স বরো হলে”।গত ২৭শে র্মাচ মঙ্গলবার বিকাল ৫টায় বর্ন্যাঢ্য এক অনুষ্ঠানে এসব সামমাননা এ্যডর্য়াড বিতরন করা হয়।বরো প্রেসিডেন্ট হেলেন এম. মার্শালকে সাথে নিয়ে সন্মননা হস্তান্তব করে সিটি কাউন্সিলম্যান জেমস এফ. জেনারো। এবছর সন্মাননা প্রাপ্তরা হলেন সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, বাংলাদেশের টিভি চ্যানেল আই, ইমপ্রেস টেলিফ্লিম লিমিটেড এবং নিউইর্য়ক প্রবাসী চার বাংগালী।যথাক্রমে পুরস্কার বিজয়ী সাংবাদিক এক্টিভিস্ট আর্ন্তজাতিক র্বাতা সংস্থা বাপসনিউজ এডিটর হাকিকুল ইসলাম খোকন (সাংবাদিকতায়), বাংলাদেশে সোসাইটি নিউইর্যকের সাবেক শিক্ষা সম্পাদক নূরুল হক ,বৎাবসায়ি হোসেইন জব্বার শৈবাল এবং বিশিস্ট দন্ত চিকিৎসক ডা: মিয়া জেড. মানিকী।খবর বাপসনিঊজ.
স্কুলের পরিক্ষার বিশেষ কৃতিত্ব প্রর্দশনের জন্য সার্টিফিকেট পয়েছেন অনিকা ইসলাম এবং ইশরাক খান। সন্মান সূচক স্বীকৃতি পত্র পেয়েছেন চলচিত্রকার ও মুক্তিযোদ্ধা সৈয়দ কবীর আনোয়ার,সঙ্গীত শিল্পী কাবেরী দাশ ও মো: ইমদাদুল হক এবং কানতাআলমগুর, হক ইয়েলোর আজিজুল হক মুন্না, মুক্তকন্ঠ সম্পাদক হেলাল মাহমুদ, আইটি প্রশিক্ষক জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী কামাল হোসেইন মিঠু এবং মো: এ ইসলাম। খবর বাপসনিউজ।অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়ৃক সিটি কাউন্সিল-২৪ ডিস্ট্রিক্ট কাউন্সিলম্যান জেমস এফ. জেনারো।সাগত বক্তব্য রাখেন কুইন্স বরো প্রেসিডেন্ট হেলেন এম. মার্শাল ও কুইন্স কাউন্টি ডেমোক্রেট অরগানেইজেনের ডিষ্ট্রিক্ট লিডার এটলার্জ মোহামমদ: আমিনুল্লাহ। মুক্তিযোদ্ধার প্রেক্ষাপট উপস্থাপন করেন রূপসী বাংলা টিভি পরিচালক ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা আনিসুজ্জমান খোকন এবং সমসাপনি বক্তব্য রাখেন বাংলাদেশ এ্যডুক্যশনাল কালচারেল সোসাইট অব র্নথ আমেরিকার প্রেসিডেন্ট আলী ইমাম। উল্লেখ্য যে, গত ১১ বছর যাবত সিটি কাউন্সিলম্যান জেমস্ এফ. জেনারোর উদ্যোগে কুইন্স কাউন্টি ডেমোক্রেট অরগানেইজেসন ডিস্ট্রিক্ট লিডার এ্য্টলার্জ মোহামমদ আমিনুল্লাহর নেতৃত্বে বাংলাদেশ কালচারেল সোসাইটি অব নর্থ আমেরিকার প্রেসিডেন্ট আলী ইমাম এবং সাধারন সম্পাদক কাজী সাখাওয়াত হোসেইন আজমের সার্বিক সহায়তায় স্বাধিনতা দিবস উপলক্ষ্যে এ অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী ও আবৃত্তিকার ডানা ইসলামের উপস্থপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত পরিষদের কাবেরী দাস, বাবলী হক ও শাহীন খান। তবলায় সহযোগীতা করেন তপন মোদক। নৃত্য পরিবেশন করে ছোটমনি নেভিন হক।সন্মাননা প্রক্লেমশন প্রপতদের পক্ষথেকে বক্তব্য রাখেন চ্যানেল আই –এর পরিচালক আবদুর রশীদ মজুমদার।অনুষ্টানের শুরুতে আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গিত পরিেেবশন এবং ৯/১১ ও ১৯৭১-এর মুক্তিযুেদ্ধ নিহতদের স্বরনে দাড়িয়ে এক মিনিটকাল নীরবতা পালন করা হয় । এ বছরের সাংবাদিতায় সন্মাননা প্রাপ্ত বাপসএডিটর হাকিকুল ইসলাম খোকনকে সিটি কাউন্সিল কতৃক সন্মাননা সাইটেশন প্রদান করা হয়েছিল ২০০৯ সালে।শেষ পর্বে ছিল মুখরোচক ও মজাদার বাঙালী পরিবেশনায় নৈশভোজ। অনুষ্ঠান সহায়তাকারী কাজী সাখাওয়াত হোসেন আজম, মুক্তিযোদ্ধা আবুর মুকিত চৌধুরী সহ কম্যুনিটির বিভিন্ন স্তরের প্রতিনিধিত্বকারী ব্যাক্তির্বগ উপস্থিত ছিলেন।বাপসনিঊজ.
Discussion about this post