বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ মিয়াকে বাংলাদেশে কতিপয় দুষ্কৃতকারীরা হামলা করায় কুয়েতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জুলাই) বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতের উদ্যোগে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হুসেনের উপস্থাপনায় ও সভাপতি জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা হুমায়ূন আলী ও সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন। প্রতিবাদ সভার আয়োজকরা জানান, কয়েক মাস আগে কুয়েত প্রবাসী মোহাম্মদ হানিফ মিয়া বাংলাদেশে স্বল্পকালীন ছুটিতে গিয়েছিলেন। বেশ সুখেই পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন এ ক্রীড়া সংগঠক। এ অবস্থায় গত সপ্তাহে এলাকার স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল বখাটে ছেলেদের অসামাজিক কর্মকান্ড তার দৃষ্টিগোচর হয়, ফলে তিনি ওইসব বখাটে ছেলেদের নেতিবাচক কর্মকান্ডের প্রতিবাদ করেছিলেন। পরে একদিন স্থানীয় বাজার থেকে প্রবাসী হানিফ মিয়া ও তার ছেলে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে কতিপয় দুষ্কৃতকারীরা দেশীয় অস্ত্র দিয়ে প্রবাসী হানিফকে মারাত্মকভাবে জখম করে। বর্তমানে প্রবাসী এ ক্রীড়া সংগঠক স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ৭১-এ বাংলাদেশ স্বাধীন করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা আর তার পরবর্তীতে দেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন অবর্ণনীয় ত্যাগী প্রবাসীরা। প্রতিবাদ সভার আয়োজকরা এসব কথা বলেন। তারা বলেন, প্রবাসীদের ওপর এহেন হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না।অতএব, দোষী ব্যক্তিদের খোঁজে বের করে এ ধরনের ন্যক্কারজনক কর্মকান্ডের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।
Discussion about this post