বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত’র সিনিয়র সহ-সভাপতি ও সময় টিভির কুয়েত প্রতিনিধি শরিফ মোহাম্মদ মিজানুর রহমান মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহির রাজিউন) ৮ জুলাই শুক্রবার বাংলাদেশ সময় ভোর দুইটায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ঢাকা রামপুরা বনশ্রী নিজ বাসায় ইন্তেকাল করেন। কুয়েত প্রবাসী জ্যেষ্ঠ এই সাংবাদিক মৃত্যুকালে তিনি স্ত্রী , দুই মেয়ে ও এক পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬১ বছর। কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া উপজেলার ৮ নং মালাপাড়া ইউনিয়নে রামনগর সুয়াগাজী বাড়ী পারিবারিক কবরস্থানে দাফনকাজ সম্পন্ন হয়। সম্প্রতি পরিবারের সঙ্গে ঈদ করতে ছুটিতে দেশে যান।
তার কন্যা সাকি রেজওয়ানা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটার সময় বাবার হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছিল এরপর হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
জ্যেষ্ঠ এই সাংবাদিকদের মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাব,কুয়েত সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা শোক প্রকাশ করেন এবং নিহতের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তার মৃত্যুতে কুয়েত কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
Discussion about this post