ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ডাকাতি প্রস্তুতিকালে ৪ ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার ভোর রাতে উপজেলার উচানচর ইউনিয়নের রাধানগর গ্রামের ব্রীজের কাছ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে কুমিল্লা জেলার হোমনা উপজেলার বাগমারা গ্রামের গুরু চন্দ্র দাসের ছেলে সজল চন্দ্র দাস-(২৫), জাহের আলীর ছেলে মোঃ জসু মিয়া-(৩৫),আবুল কাসেমের ছেলে ফুল মিয়া-(২৪) ও নারায়ন চন্দ্র দেবনাথের ছেলে গুরুচন্দ্র দেব নাথ-(২২)। এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি বলেন, তাদের কাছে ১টি রামদা ও ১টি ছুরি ২টি রডের টুকরা পাওয়া যায়।
Discussion about this post