কুয়েতে মুজিববর্ষ বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী দল জিলিব নাইট রাইডার্স ক্লাবের খেলোয়াড়দের সম্মানে পিকনিক এর আয়োজন করা হয়।
কুয়েত সিটি থেকে দূরবর্তী হিজিল অঞ্চলে একটি রিজোর্টে জিলিব নাইট রাইডার্স জে.কে.আর ক্লাবের ক্যাপ্টেন আজীজ এর উদ্যোগে এবং ফাতেমার তত্বাবধানে খেলোয়াড়দের সম্মানে এই পিকনিক এর আয়োজন।
অনুষ্ঠানে দুম্বা জবাই করে রান্না বান্না, বারবিকিউ, খেলাধুলায় আনন্দে মেতে ছিলেন সবাই। সে সময় খেলোয়াড়দের মাঝে চ্যাম্পিয়ন টি শার্ট বিতরণ করেন সংগঠনের উপদেষ্ঠা হুমায়ুন আলী, সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, সভাপতি নাজিম উদ্দিন সহ অতিথিবৃন্দ।
Discussion about this post