বিভিন্ন দেশের করোনা পর্যবেক্ষণ বিবেচনা করে ফ্লাইটের অনুমতি দিবে কুয়েত। করোনা বিস্তার ঠেকাতে ৩২টি দেশের নাগরিকদের কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞার কোন পরিবর্তন হয়নি । বন্ধ রাখা হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। তবে কুয়েত থেকে বিভিন্ন দেশের প্রবাসীরা নিজ দেশে ফিরে যেতে চালু হয়েছে বিশেষ ফ্লাইট ব্যবস্থা। সোমবার ৩১ আগস্ট কুয়েতের মন্ত্রীসভার বৈঠকের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদে আরও বলা হয়, নিষিদ্ধ ৩২ দেশের সার্বিক করোনা পরিস্থিতি হ্রাস ও বৃদ্ধি পর্যালোচনা করে কুয়েতে ফ্লাইট পরিচালনার নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। এদিকে, করোনা পরিস্থিতি বিবেচনা করে কুয়েতে থাকা প্রবাসীদের আকামার মেয়াদ ১ সেপ্টেম্বর থেকে আরও তিন মাস বাড়ানো হয়েছে। দেশটিতে ১৬১ দিন পর ৩০ আগস্ট তুলে নেয়া হয়েছে চলমান কারফিউ। কোম্পানি হতে ছাড়পত্র নিয়ে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের শ্রমিকদের আকামা পরিবর্তন করার সুযোগ দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে সর্বসাধারণের চলাচলে কঠোর অবস্থানে দেশটির সরকার । ৩0 আগস্ট রোববার ভোর তিনটা থেকে সম্পূর্ণ কারফিউ মুক্ত দেশটি বিশ্বের সাথে তাল মিলিয়ে পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরছে আসবে শীঘ্রইএই প্রত্যাশা প্রবাসীদের।
Discussion about this post