ভারত, পাকিস্তান শ্রীলংকা সহ বিভিন্ন দেশের ২৮টি দলের সাথে ক্রিকেট খেলে এসোসিয়েশন কাপ ২০২১ জয় করলো প্রবাসী বাংলাদেশীদের দল বাংলাদেশ ফ্রেন্ড স্পোর্টিং ক্লাব, কুয়েত। কুয়েতে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত এসোসিয়েশন কাপ ২০২১ জয়ের শিরোপা অর্জন করে প্রবাসী বাংলাদেশীদের দল বাংলাদেশ ফ্রেন্ড স্পোর্টিং ক্লাব কুয়েত। ভারত, পাকিস্তান শ্রীলংকা সহ বিভিন্ন দেশের ২৮টি দলের সাথে ক্রিকেট খেলে এই শিরোপা জয় করেছে বাংলাদেশ ফ্রেন্ড স্পোর্টিং ক্লাব । জয়ের আনন্দ ভাগাভাগি করতে বিজয় উৎসব ও বনভোজনের আয়োজন করে বাংলাদেশ ফ্রেন্ড স্পোর্টিং ক্লাব এর নেতৃবৃন্দ। সেবদি পার্টি সেন্টারে ক্লাব এর সভাপতি সফিকুল ইসলাম সফিক এর সভাপত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল কাদের এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইন উদ্দিন মাইন, আবুল হাসেম এনাম, মির মোসাররফ হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বাংলাদেশ ফ্রেন্ড স্পোর্টিং ক্লাব এর খেলোয়াড় ও পরিচালকবৃন্দ। খেলার মাঠে জয়ী হওয়ার আত্মবিশ্বাস নিয়ে জয়ের আশা করেছিলেন সংগঠনের সভাপতি সফিকুল ইসলাম সফিক। ভারত, পাকিস্তান শ্রীলংকা সহ বিভিন্ন দেশের ২৮টি দলের সাথে ক্রিকেট খেলে জয়ের বর্ণনা দিতে গিয়ে আনন্দে আত্মহারা খেলোয়ার। কর্মের ফাঁকে দিন দিন কুয়েতে ক্রিকেট খেলায় প্রবাসী বাংলাদেশীরা যে ভুমিকা রাখছে এভাবে চলতে থাকলে শিঘ্রই কুয়েতের জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করবে অসংখ্য প্রবাসী।
Discussion about this post