কুয়েত থেকে সরাসরি চট্টগ্রামে বিমানের কোন ফ্লাইট না থাকায় চরম ভোগান্তিতে বৃহত্তর চট্টগ্রামের কয়েক হাজার কুয়েত প্রবাসী। দীর্ঘদিন থেকে কুয়েতে চট্টগ্রাম প্রবাসীরা কুয়েত টু চট্টগ্রাম সরাসরি ফ্লাইট এর দাবি করে আসছিলেন। সেই দাবীর প্রেক্ষিতে ২০১৯ সালের অক্টোবরে কুয়েত টু চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালু হয়েছিলো। বিমানের ফ্লাইট পেয়ে আনন্দিত ছিলেন কুয়েতে চট্টগ্রাম প্রবাসীরা। কিছুদিন চলার পর আবার বন্ধ হয়ে যায় ফ্লাইটটি। এতে কুয়েতে চট্টগ্রাম প্রবাসীদের আনন্দে ভাটা পড়েছে। চট্টগ্রাম সমিতি কুয়েত এর সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ বলেন তারা অবেহিলিত আসছে সব সময়। তিনি জানান কুয়েতে শুধু চট্টগ্রামের প্রায় চল্লিশ হাজার প্রবাসী আছেন। চট্টগ্রাম সহ টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, ফেনী, চাঁদপুর, নোয়াখালীর প্রায় আশি হাজার কুয়েত প্রবাসী চট্টগ্রাম এয়ারপোর্ট দিয়ে যাতায়াতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাদের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে কুয়েত টু চট্টগ্রাম সরাসরি ফ্লাইট প্রয়োজন বলে মনে করেন। বিমান কর্তৃপক্ষের কাছে দাবি জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কুয়েত টু চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালু করে চট্টগ্রাম প্রবাসীদের ভোগান্তি লাগব করবেন। বিমানের মত সুযোগ সুবিধা না থাকা সত্যেও এক প্রকার বাধ্য হয়ে অন্য দেশের ফ্লাইটে যাতাযাত করেন চট্টগ্রাম প্রবাসীরা। কুয়েত থেকে সরাসরি চট্টগ্রামে বিমানের ফ্লাইট চালু হলে এক দিকে যেমন উপকৃত হবেন কুয়েতে চট্টগ্রামের প্রবাসীরা, অন্যদিকে বিমানের টিকেট ক্রয় করে চট্টগ্রাম প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশের রেমিটেন্সে অবদান রাখবে বলে মনে করেন কুয়েতে চট্টগ্রামের প্রবাসীরা।
Discussion about this post