সরাইল প্রতিনিধি \\ ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার বিশ্বরোড মোড়ে সরকারী জায়গা অবৈধ দখল অব্যহত আছে। সংশিস্নষ্ট বিভাগের কতিপয় অসাধু ব্যক্তির সাথে যোগসাজস করে দখলবাজরা সরকারি জায়গা দখল করছে। এতে করে এক দিকে নষ্ট হচ্ছে বিশ্বরোডের সৌন্দর্য অপর দিকে অবৈধ স্থাপনায় বিভিন্ন অসামাজিক কর্মকান্ড সংগঠিত হচ্ছে। এলাকার লোকজন বিষয়টি একাধিক বার সংশ্লিষ্ট কতর্ৃপক্ষকে অবহিত করলেও এ ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এলাকাবাসি জানান, বিশ্বরোড এলাকায় সড়ক ও জনপথের জায়গায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা নির্মিত হয়েছে। তাদের ছোবল থেকে রৰা পায়নি সবুজ প্রকল্পের খালও। সবুজ প্রকল্পের খাল ভরাট করে একটি মার্কেটে যাওয়ার রাসত্দা নির্মান করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি বলেন, প্রভাবশালী ব্যক্তিরা সরকারী জায়গায় অবৈধ স্থাপনা করে তা ভাড়া দিচ্ছেন। এ ব্যাপারে বিশ্বরোড দোকান ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এবং সাবেক উপ-সচিব মো. ফরহাদ রহমান বলেন, মহাসড়কের পাশে এই অবৈধ স্থাপনার কারণে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। ঘটছে ছোট খাট দুর্ঘটনা। এলাকায় অপরাধ প্রবনতা বেড়েছে। বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই আবদুল মান্নান ফরাজী বলেন, মহাসড়কের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ হলে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে। সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আবদুল খালেক বিশ্বরোড এলাকায় অবৈধ স্থাপনার কথা স্বীকার করে বলেন, এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে। ম্যাজিষ্ট্রেট নিয়োগ করে অবৈধ স্থাপনার উচ্ছেদ কার্যক্রম অচিরেই শুরু হবে।
Discussion about this post