ঢাকা : জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে যেখানে বাংলাদেশী নাগরিকরা অবস্থান করছেন সেখানে জাতীয় পার্টির শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। তিনি বলেন, জাতীয় পার্টির সরকারই বিদেশে জনশক্তি রপ্তানির পথ প্রদর্শন করেছে। আর তাই এখন জনশক্তি খাত থেকে আমরা বিপুল পডিরমাণ বৈদাশিক মুদ্রা অর্জন করছি।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ আজ বৃহস্পতিবার তাঁর বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখার নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় বৈঠকে বক্তব্য রাখছিলেন। এসময় তিনি জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখার নবগঠিত কমিটিও অনুমোদন দেন। মাহমুব আলী হাজীকে সভাপতি এবং মোঃ হযরত আলী মল্লিককে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। এসময় জাতীয় পার্টির নেতা আসাদ সিদ্দিকী এবং কুয়েত রাজ্য শাখার জাতীয় পার্টির নেতা ফারুকুল ইসলাম প্রধান, মোঃ রমিজ উদ্দিন ভান্ডারী, মোঃ হযরত আলী মল্লিক, হোসেন মুরাদ চৌধুরী, এম এ ইউসুফ রানা ও মোঃ সাবের আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, প্রবাসে বাংলাদেশের সুনাম রক্ষা করে চলতে হবে- যাতে দেশের ভাবমুর্তি উজ্জল হয়। তিনি বলেন, আমাদের নাগরিকরা যত দক্ষতা একাগ্রতা ও নিষ্টার সাথে কাজ করবে- ততই আমাদের শ্রম বাজার প্রসারিত হবে। দেশের ভয়াবহ বেকার সমস্যা সমাধানের জন্য বিদেশে শ্রম বাজার বাড়ানো একান্তই প্রয়োজন।
Discussion about this post