নিউ ইর্য়কঃ সবই শখ আর মনের শখ। মানুষ শখ করলে কিনা করতে পারে টাকা থাকলে সর্বচ শখ হাতের মুঠা অর্জন করা যায়। চার লাখ ডলারে বিক্রি হয়েছে ‘বোল্ট’ নামের একটি দ্রুত গতিসম্পন্ন কবুতর। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিন কোটি ১২ লাখ টাকা। নিলামকারী ওয়েবসাইট পিপা সূত্রে এ কথা জানা যায়। পিপার কর্মকর্তাদের দাবি, চীনা এক ব্যবসায়ীর
কাছে বিক্রি করা বেলজিয়ান এই কবুতর এযাবত্কালের সবচেয়ে দামি কবুতর।
পিপার প্রধান নির্বাহী কর্মকর্তা নিকোলাস গাইসেলব্রেখট বলেন, ‘কবুতরটির দাম দেখে আমি হতবাক!’
এটি অসম্ভব দ্রুত গতির এক রেসিং কবুতর। তার ওড়ার গতির সঙ্গে বিজলির চমকের তুলনা করা হয়। এ জন্য খ্যাতনামা দৌড়বিদ উসাইন বোল্টের নামানুসারে নাম রাখা হয়েছে ‘বোল্ট’।
ওই চীনা ব্যবসায়ী বোল্টের মাধ্যমে এই প্রজাতির কবুতরের বংশবিস্তার করাবেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে সর্বশেষ ২০১১ সালে যুক্তরাজ্যে ১৬ হাজার ইউরোতে একটি ‘রেসিং কবুতর’ বিক্রি হয়েছিল। সেটিও কিনে নিয়েছিলেন এক চীনা ব্যবসায়ী।
Discussion about this post