মোঃ হাবিবুর রহমান খান, কুমিল্লা প্রতিনিধি- কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্নমতি ও বারেশ্বর দুই গ্রামে গত দুইদিনে কয়েক দফা সংঘর্ষে অর্ধশতাধিক গ্রামবাসী আহত হয়েছে। স্থানীয় প্রশাসনেরে হস্তক্ষেপে পরিস্থিত নিয়ন্ত্রনে আনা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পুর্ণমতি গ্রামের মোকবুল হোসেনের ছেলে সিএনজি চালক গিয়াস উদ্দিন ও একই উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর গ্রামের তৈয়ব আলীর ছেলে কামাল হোসেন গত ৩ এপ্রিল মঙ্গলবার মোটর সাইকেল যোগে বি-পাড়া থেকে বুড়িচং আসার পথে সিএনজি চালক গিয়াস উদ্দিন মটোর সাইকেলকে সাইট না দেয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে হাতা হাতির ঘটনা ঘটে। এনিয়ে গত ৫ এপ্রিল বৃহস্পতি বার বিকেলে পূর্নমতি ও বারেশ্বর গ্রামের হাজার হাজার গ্রামবাসী লাঠি, দা, ছেনী, বল্লমসহ দেশীয় বিভিন্ন অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে বুড়িচং ও বি-পাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। একই ঘটনার প্রেক্ষিতে গতকাল ৬ এপ্রিল শুক্রবার সকাল থেকে উভয় গ্রাম বাসীর মধ্যে অস্ত্র সস্ত্র নিয়ে সজ্জিত হয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে কমপক্ষে উভয় গ্রামের অর্ধশতাধিক লোক আহত হয়। অহতদের মধ্যে পূর্নমতি গ্রামের জলিল(৩৩), মাছুম(২২), কাশেম(৪৭), শাহীন(১৮), সুমন(২৫), মনির(৩০), লিটন(৩৫), এছাড়া বারেশ্বর গ্রামের জহির(২৫), জয়নাল(৩০), আলম(২৪), রশিদ(৪০), রাজ্জাক(৫৫), আল-আমিন(২০)সহ অজ্ঞাত আরো অনেক লোক আহত হয়। আহতদেরকে বুড়িচং, বি-পাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এদিকে সংঘষের খবর পেয়ে কুমিল্লা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ইলতুস মিশ, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম খাঁন, বুড়িচং থানা অফিসার ইনচার্জ খন্দকার গোলাম শাহ নেওয়াজ, বি-পাড়া থানা অফিসার ইনচার্জ হুমায়ূন কবির, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।
কুমিল্লায় বজ্রপাতে ১ জনের মৃত্যু
মোঃ হাবিবুর রহমান খান, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লায় বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার কালবৈশাখী জড়ের সময় দুপুরে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের আব্দুল আহাদের ছেলৈ লিটনের এই মর্মান্তিক মৃত্যু হয়। জানা যায়- শুক্রবার কালবৈশাখী ঝড়ের সময় দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের জামতলী গ্রামের বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই লিটনের মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Discussion about this post