মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট কাগজপুকুর এলাকা থেকে ২৩৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ নাজমুল ইসলাম (২৯) ও মোঃ সবুজ হোসেন (২৭) নামে দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
রবিবার ম(১৪ফেব্রুয়ারি) বিকেল ৫টায় যশোর জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ সোমেন দাশ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে উদ্ধার মাদকসহ আসামীর বিষয়টি নিশ্চিত করেন। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, বেনাপোল দৌলতপুর গ্রামের মৃতঃ তাহাজ্জতের ছেলে নাজমুল ও যশোর কোতয়ালী থানাধীন শংকরপুর গ্রামের মজিদ ড্রাইভার এর ছেলে সবুজ।
যশোর জেলা ডিবি পুলিশের এসআই শামীম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। তিনি আরো বলেন, উদ্ধার মাদকসহ আসামী দ্বয়কে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post