ইকবাল ইউসুফ, বোস্টন: আওয়ামী লীগরে ৬৩তম প্রতষ্ঠিাবাষর্কিী উপলক্ষে গত ২২ জুন (শুক্রবার) বোস্টনে নউি ইংল্যান্ড আওয়ামী লীগরে উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠতি হয়। ক্যামব্রজিরে দারুল কাবাব রস্তেোরাঁয় অনুষ্ঠতি ওই সভায় প্রধান অতথিি ছলিনে নউি ইংল্যান্ড আওয়ামী লীগরে উপদষ্টো ও প্রতষ্ঠিাতা সাধারণ সম্পাদক মুনীর হুসইেন এবং বশিষে অতথিি একাত্তররে ঘাতক দালাল নর্মিূল কমটিি বোস্টন শাখার সভাপতি ইতহিাসবদি অধ্যক্ষ আহামদে হাসান। সভার শুরুতে জাতরি জনক শখে মুজবিুর রহমান এবং একাত্তররে শহীদদরে স্মরণে এক মনিটি নরিবতা পালন করা হয়। নউি ইংল্যান্ড আওয়ামী লীগরে সভাপতি যুদ্ধাহত বীর মুক্তযিোদ্ধা ইউসুফ চৌধুরীর সভাপতত্বিে ওই সভা হয়। এতে বক্তারা বলনে, ‘র্দীঘ ৬৩ বছর বাংলাদশেে আওয়ামী লীগ এদশেরে মাটি ও মানুষরে আত্মার সঙ্গে নবিডি়ভাবে মশিে জনগণরে ভাত ও ভোটরে অধকিার প্রতষ্ঠিার সংগ্রামে বলষ্ঠি ভূমকিা পালন করছে।ে মহান মুক্তযিুদ্ধরে নতেৃত্বদানকারী আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নতেৃত্বে অধকিার হারা বাঙ্গালরি অধকিার প্রতষ্ঠিায় শত অত্যাচার, নর্যিাতন ও জলে-জুলুম সহ্য করে জনগণরে পাশে থকেছে।ে’ বক্তারা আরও বলনে, ‘সরকাররে উন্নয়ন ও গণমুখী অগ্রগততিে ভীত হয়ে এবং একাত্তররে যুদ্ধাপরাধীদরে রক্ষার প্রচষ্টোয় বএিনপ-িজামায়াত আন্দোলনরে নামে জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাসরে মাধ্যমে পছেনরে দরজা দযি়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছ।ে’ নউি ইংল্যান্ড আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফরে পরচিালনায় সভায় আরো বক্তব্য রাখনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগরে উপদষ্টো বোস্টন বশ্বিবদ্যিালয়রে অধ্যাপক ডঃ সযৈ়দ আবু হাসনাত, ডঃ আব্দুস সামাদ, ডাঃ আব্দুল হাকমি, আওয়ামী লীগ নতো আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আলী, মোঃ মযি়াজী, মসিসে ইভা হাসনাত, যুবলীগ সভাপতি মন্টিো কামরুজ্জামান, রকবিুল চৌধুরী, মোঃ হাসান প্রমুখ।
Discussion about this post