(ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) এ.বি তাজুল ইসলামের বড় ভাই বাঞ্ছারামপুর উপজেলার পরিচিত মুখ, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম আশরাফ-(৬৮) ইন্তেকাল করেছেন। (ইন্না——রাজিউন)। গত শনিবার রাত ৯টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল রবিবার সকাল ১০ টায় বায়তুল মোকাররম মসজিদের সামনে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টায় বাঞ্ছারামপুর এস.এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং সাড়ে তিনটায় শাহরাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রাম পাড়াতলীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম।
Discussion about this post