প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম।
বিভাগীয় প্রধান সামিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত পিঠা উৎসবে বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান আনোয়ার করিম, সমাজ বিজ্ঞানের বিভাগীয় প্রধান খোরশেদা বর চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক কবি মো. মনির হোসেন, কলেজ ছাত্র সুজন হাজারী, সাকিল ও উম্মে খানম কাঞ্চি। উৎসবে খান্দেস, নকসী, সাজ, ভাপা, ম্যাড়া, ফুল, পুলি, পাটিসাপটা ও সন্দেস পিঠা সহ হরেক রকমের পিঠা প্রদর্শনী ও বিতরন করা হয়।
Discussion about this post