কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নৃবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনিম হাসান অনিককে সভাপতি এবং লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এনায়েত উল্লাহকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি এ.জে রাব্বী এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম শাওন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
এ বিষয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে যেন সামনের বছরগুলোতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে ব্রাহ্মণবাড়িয়াকে আলোকিত করতে পারে সে দিকটা আমরা গুরুত্ব দিবো। সর্বোপরি সংগঠনের শিক্ষা, ও সংস্কৃতিক কার্যক্রমে ধারাবাহিকতা এবং গতিশীলতা নিশ্চিত করার লক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করব। প্রসঙ্গত, নতুন কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
Discussion about this post