ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌর ভবনে চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতের যে কোন এক সময়ে। চোরেরা পৌর ভবনের বিভিন্ন কক্ষের স্টীলের আলমারী ভেঙ্গে নগদ প্রায় ১ লাখ টাকা নিয়ে যায়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পৌরসভার নৈশপ্রহরী মাইন উদ্দিনকে (৪০) আটক করেছে । খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পৌরসভার হিসাব রক্ষন কর্র্মকর্তা মোঃ গোলাম কাউসার জানান, রাতের বেলা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ভবনের পেছন দিক দিয়ে সিড়ি বানিয়ে জানালার গ্রীল কেটে প্রথমে বাজার পরিদর্শকের কক্ষে ঢুকে স্টীলের আলমারি ভেঙ্গে কাগজপত্র তছনছ করে এবং নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। পরে চোরেরা হিসাব রক্ষন কর্মকর্তার কক্ষে ঢুকে তার কক্ষে থাকা সিডিউল বিক্রির ৬০ হাজার টাকা ও হিসাব রক্ষণ কর্মকর্তার কক্ষের আলমারি থেকে নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। তিনি বলেন পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পৌরসভার নৈশপ্রহরী মাইন উদ্দিনকে আটক করে। এ ব্যাপারে পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেন, মঙ্গলবার রাতের যে কোন সময়ে চোরোর জানালার গ্রীল কেটে পৌর ভবনে প্রবেশ করে কয়েকটি রুমের ও স্টীলের আলমারি ভেঙ্গে এক লাখ টাকা চুরি হয়েছে। এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রব বলেন, আমরা জিজ্ঞাসাবাদের জন্য পৌরসভার নৈশ প্রহরী মাইন উদ্দিনকে আটক করেছি। বিষয়টির তদন্ত চলেছে। মামলার প্রস্তুতি চলছে।
Discussion about this post