অচিন্ত্য মজুমদার: বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার চার্জশিট দেয়ার প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে ভোলা জেলা ছাত্রদল। ২০ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় ভোলা জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নজিম উদ্দিন আলম নেতৃত্বে জেলা বিএনপি, ছাত্রদলসহ দলের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। এর আগে জেলা বিএনপি কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নজিম উদ্দিন আলম। এছাড়াও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক, জেলা যুব দলের সভাপতি ইয়ার্বল আলম লিটন, কন্দ্রীয় যুবদল নেতা তরিকুল ইসলাম কায়েদ, কেন্দ্রীয় যুবদলের নির্বাহী সদস্য আব্দুল কাদের সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আল আমিন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান মাসুদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নেজামুল আলম জেহাদ প্রমুখ। এসময় বক্তারা অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এই মামলায় রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানের নাম যুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এসময় বক্তারা হুশিয়ারী করে দিয়ে বলেন, মামলা হামলার ভয় দেখিয়ে সরকার পতনের আন্দোলন ঠেকাতে পারবে না সরকার। আমরা কঠোর আন্দোলনের মাধ্যমে এ সরকারকে পদত্যাগে বাধ্য করবো।
Discussion about this post