বাংলার বার্তাঃ বাঙালি বিশ্বের যেখানে ই থাকেন না কেন সব সময় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে আনন্দে সময় কাটানোর চেষ্টা করেন। বলা যায় উৎসব প্রিয় বাঙালি যেকোনো উৎসবেই মেতে ওঠেন। আর তা যদি হয় বাউল গান, তাহলে কে ঠেকায় গানের তালে তালে নাচ যেন ভাব চলে আসে। সবাই গলা ছাড়েন একসঙ্গে। কুয়েতে কিছু প্রবাসী এভাবেই মেতে উঠেছিলেন প্রাণের সুরে। আজমির শরীফ (খাজা মইন উদ্দীন চিসতিয়া) বাংলাদেশ মুনিসগঞ্জ জেলা সংস্কৃতিক সংগঠন কুয়েত শাখার পরিচালক বাউল শিল্পী দ্বীন ইসলামের আয়োজনে কুয়েতে হিজিল অঞ্চলে বাউল সন্ধ্যায় সুপরিচিত কুয়েত প্রবাসী কন্ঠশিল্পী কেয়া, বাউল শিল্পী দ্বীন ইসলাম, আরিফ সরকার, সাইফুল, পপি, মিনা, সুলতান, বংশি বাদক রাকিব, তবলা বাদক কামাল সহ অন্যান্য শিল্পীদের নানা মন মাতানো গান অসংখ্য প্রবাসী উপভোগ করেন। নতুন প্রজন্মকে নিজের সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটাতেই এ আয়োজন বলেন আয়োজক বাউল শিল্পী দ্বীন ইসলাম ও সংগঠক জামাল উদ্দিন। অনুষ্ঠনে অতিথী ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারন সম্পাদক আ.হ জুবেদ, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত এর সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দিন, কবি নাসরিন আকতার মৌসুমী, সংগঠক জামাল উদ্দিন, আবদুর রহমান, মহসিন সহ অনেকে।
Discussion about this post