
কুয়েতে বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে ফরওয়ানিয়া দক্ষিণ অঞ্চলের ব্যাবসায়ীদের সহযোগিতায় রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করে মসজিদ আল নববি শাখা। মাহফিলে উপস্থিত আলেমগন ইসলামের আলোকে জীবন গঠনের তাৎপর্য সহ বদর যোদ্ধ, লাইলাতুলকদরের রজনী, হজ্জ, যাকাত, ফেতরা আদায়ের সঠিক বিবরণী বিস্তারিত আলোচনা করেন। সংগঠনের সভাপতি মুক্তার হোসেনের সভাপতিত্ব এবং আবদুল কাদের হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী আবুল কায়েম, সুবেদ আলী, এনামুল হক, রুহুল আমীন সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশী। কর্মব্যস্ত প্রবাসীরা এমন মাহফিলের মাধ্যমে ইসলামি দীক্ষায় শিক্ষা অর্জন করে ইসলামের আলোকে জীবন গঠন করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
Discussion about this post