মুখে নৌকা অন্তরে ধান এদের থেকে সাবধান থাকার আহ্বান জানান কুয়েত আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুয়েত আওয়ামী লীগ
কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের এই আহ্বান করেন কুয়েত আওয়ামী লীগের নেতৃবৃন্দ। স্থানীয় সময় গত ২৭ ফেব্রুয়ারি সোমবার রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা।
কুয়েত আওয়ামী লীগের সভাপতি হোসেন আহম্মদ আজিজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ এস এম মনিরুজ্জামান সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ সমিতি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল আলম, আবদুল মান্নান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েত শাখার সভাপতি আলাউদ্দিন আলা, আবদুল ওহাব, যুবলীগ সভাপতি শহিদুল ইসলাম, নজরুল শাহীন, আবদুল খালেক, মনসুর, হাওয়াল্লি শাখা যুব লীগের সভাপতি লুৎফর রহমান গাজী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর তাৎপর্য নিয়ে আলোচনা করা সহ বিশ্বে বাঙালি জাতির ভাবমূর্তি উজ্জ্বল করতে বাংলা ভাষার যথাযথ চর্চা, ব্যবহার এবং সংস্কৃতি ও ঐতিহ্য সমুন্নত রাখতে সবাই মিলে কাজ করার আহ্বান করেন।
Discussion about this post