কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
গতকাল মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেলে কসবা উপজেলা প্রশাসন আয়োজিত ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মাদক দ্রব্যের অপব্যবহাররোধ, চোরাচালান প্রতিরোধ, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের কার্যকারিতা, অর্পিত ও খাস সম্পত্তি রক্ষনাবেক্ষন এবং দাঙ্গা প্রতিরোধসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের বিষয়ে এক মতবিনিময় সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ও উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন ভুইয়া বকুল। সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ ইলিয়াস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট এ কে এম আজিজুর রহমান, সাংবাদিক মো. সোলেমান খান, কসবা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. তসলিম মিয়া, কসবা টি আলী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ এ কে আজাদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি এম জি হাক্কানী, উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফা মাহমুদ সারোয়ার, কসবা পুরাতন বাজার ব্যাবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. জিয়াউল হুদা শিপন, কায়েমপুর ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন সরকার, বাদৈর ইউপি চেয়ারম্যান মো. মারুফ হাসান, খাড়েরা ইউপি চেয়ারম্যান মো. গোলাম জিলানী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার বলেন, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে সমাজের সকল বিবেকবান মানুষকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গঠনে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। তবেই আমরা আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ দিয়ে যেতে পারবো। তিনি বলেন, সমাজের মানুষ সন্ধ্যার পর গরু-ছাগল, হাঁস-মুরগী ঘরে এসেছে কিনা খোঁজ করে কিন্তু অমূল্য সম্পদ সন্তান ঘরে ফিরলো নাকি খারাপ বন্ধুদের সাথে মিশে অন্যায় কাজে লিপ্ত সেই খবর নেই। তিনি সকল অভিভাবককে সন্তানদের সঠিক পথে পরিচালনার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Discussion about this post