এইচ.এম.সিরাজ, ব্রাক্ষণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাছ ধরাকে কেন্দ্র করে মামাতোভাইয়ের লাঠির আঘাতে ফুফাতোভাই জানু মিয়া (৫৫) খুন হয়েছেন। উপজেলার কুলিনকু-া গ্রামের আবু ইছা মিয়ার লাঠির আঘাতে শনিবার বিকেলে গুরুতর আহত জানু মিয়া গতকাল রোববার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যায়। নিহতের পরিবার, এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে কুলিনকু-া গ্রামের জানু মিয়ার সাথে তার ফুফাতো ভাই আলমাস মিয়ার মাছ ধরার সেচ নিয়ে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে আলমাস মিয়ার ভাই আবু ইছা মিয়ার হাতে থাকা লাঠি দিয়ে জানু মিয়ার মাথায় আঘাত করে। এতে জানু মিয়া গুরুতর আহত হয়। তাকে তাৎক্ষনিকভাবে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার জানু মিয়ার মৃত্যু ঘটে বলে তার পরিবার নিশ্চিত করেছেন। নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে এই প্রতিবেদককে বলেন, ‘নিহতের লাশ আসার পর তার পরিবার আইনগত ব্যবস্থা নিবেন।’
Discussion about this post