মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকেঃ মুক্তাগাছায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিউশনের উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে শনিবার স্থানীয় কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কেএম খালিদ বাবু। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহবুবুল আলম, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের ময়মনসিংহ অঞ্চলের সভাপতি মোঃ আজিজুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান সিদ্দিক, উপজেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান, ডিপ্লোমা কৃষিবিদ রেজাউল আমীন ফারুক, কৃতি শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস শূচি, সিফাত প্রমুখ। এতে মুক্তাগাছা কৃষি অফিসে কর্মরতদের কৃতি সন্তান যারা প্রাথমিক ও জুনিয়র বৃত্তি, এসএসসি, এইচএসসিসহ বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন এমন ১৯ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য ফুলেল শুভেচ্ছার সাথে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননাপত্র ও প্রাউজবন্ড তুলেদেন।
Discussion about this post