‘’মুজিব বর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান” এই স্লোগানকে ধারণ করে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগ। শনিবার (২৭ ফেব্রুয়ারি ) দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলের চারা রোপণ করে হলের নেতা-কর্মীরা।
এ সময় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্লাহ বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাঙালীর মুক্তির সংগ্রামের মহানায়ক, অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপন অভিযানের ধারাবাহিকতায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছি।’ এ সময় তিনি সবাইকে গাছ লাগিয়ে পরিবেশকে বাঁচাতে আহ্বান জানান।
এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সকল নেতাকর্মীরা।
Discussion about this post