আবিদা ইসলামকে মেক্সিকোতে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন সরকার । তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আবিদা ইসলাম মেক্সিকো ছাড়াও কোস্টারিকা, গুয়েতেমালা, হন্ডুরাস ও ইক্যুয়েডরের অনাবাসী দূত হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি ফরেন সার্ভিস ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে কলকাতা, লন্ডন, ব্রাসেলস ও শ্রীলঙ্কায় বাংলাদেশের মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।
পেশাদার কূটনীতিক আবিদা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
দক্ষিণ কোরিয়ায় দেলোয়ার হোসেনকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দেলোয়ার হোসেন ফরেন সার্ভিস ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা।
Discussion about this post